top of page
Search

DEAR HOUSEWIFE SISTER PLEASE WAKE UP

Updated: 5 days ago

DEAR HOUSEWIFE SISTER শুনেছি তোমার স্বামী তোমার মতন কাজ না করে তাহলে তুমি খুব রাগ করো।

DEAR HOUSEWIFE SISTER শুনেছি তোমার সন্তানরা তোমার কথা না শুনলে তুমি খুব রাগ করো।

DEAR HOUSEWIFE SISTER শুনেছি তোমার শ্বশুরালয়ের সদস্য থেকে  তুমি তোমার বলার মতন  সাহায্য না পাও তাহলে তুমি খুব রাগ করো।

DEAR HOUSEWIFE SISTER শুনেছি তোমার চারিপাশের পরিবেশ তোমার পক্ষে খুব সমস্যা সৃষ্টি করে তার জন্য তুমি মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে উঠে খুব রাগ করো।

 

DEAR HOUSEWIFE SISTER শুনেছি তোমার সম্পূর্ণ দিন বাড়ির কাজ  করতে করতে বাড়ির রান্না আর জুঠা বাসন মাঝতেই চলে যায়।তোমার স্বামীর সম্পূর্ণ দিন OFFICE এর একটি কাজের মধ্যেই চলে যায়। তোমার সন্তানের সম্পূর্ণ দিন বই,খাতা চেয়ে বেশি বিছানায় বসে MOBILE PHONE চালায়তেই চলে যায়। আর তোমার শ্বশুরালয়ের সদস্যদের সম্পূর্ণ দিন তাদের নিজস্ব কাজের মধ্যে ব্যস্ত থাকার মধ্য দিয়েই চলে যায়। তখন তুমি আরও বেশি তাদের উপর খুব রাগ করে ঝগড়া করতে শুরু করো সবার উপরে।

 

 DEAR HOUSEWIFE SISTER তুমি তো তোমার চিন্তাধারা অনুযায়ী তাদের উপর রাগ করো। কিন্তু কী তারা তোমার উপর কোনো দিন রাগ করে না তাদের চিন্তাধারা অনুযায়ী। 

 

তোমার স্বামী যখন কাজ করতে OFFICE যায় তখন OFFICE এর মহিলা,পুরুষ COLLEAGUE রা তাকে প্রশ্ন করে তোমার স্ত্রী কী কাজ করে তখন তোমার স্বামী মাথা নিচু করে,আস্তে স্বরে  বলে আমার স্ত্রী HIGH  EDUCATED হওয়া সত্ত্বেও শুধু মাত্র HOUSEWIFE  তখন তোমার  স্বামীকে কত বেশি রাগ উঠে হয়তো তোমার উপর। কিন্তু ও কোনো দিন রাগ করে না তোমার উপর।

 

তোমার সন্তানরা যখন SCHOOL,COLLEGE যায় তখন তাদের CLASSMATE দের মায়েরা বড় বড় চাকরির পদমর্যাদার পোষ্টে আছে, আর কোনো কোনো পরিশ্রমী,আত্মনির্ভরশীল মা নিজের সন্তানদের জন্য OFFICE, BUSINESS গুলি এখন থেকেই তৈরি করে প্রতীক্ষায় আছে যে কখন তাদের সন্তান বড় হবে,আর উনার OFFICE এর মধ্যে DIRECTOR HEAD, CEO  HEAD, BUSINESS EXECUTIVE HEAD হিসেবে নিজের পদ গ্রহণ করবে বলে।আর কখনো কখনো MOBILE PHONE এর মধ্যে তারা দেখে ছোট ছোট বয়সের অভিনেত্রীরা অব্দি নিজের সন্তানের মা হওয়ার কর্তব্য পূরণ করার সাথে সাথে নিজের CAREER কে আরও তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন তোমার সন্তানদেরকে কত বেশি রাগ উঠে যখন নিজের বাড়ির মাকে দেখে এতো HIGH EDUCATED হওয়া সত্ত্বেও HOUSEWIFE এর ভূমিকায় শুধু মাত্র জুঠা  বাসন ধরে নিজের  জীবন দশ ধরণের আলস্যের কৈফত দিয়ে নষ্ট করে আছে।তখন তো তোমার সন্তান তোমার  উপর রাগ করে না।ভাগ্যভালো তোমার সন্তানের উন্নত আধুনিকীকরণের আশীর্বাদে সম্পূর্ণ দিনের মধ্যে কিছুক্ষণ বিছানায় বসে MOBILE PHONE চালায়তে থাকে, না হলে তোমার শিক্ষা আদর্শ অনুযায়ী ও জীবনভর রাণ্ণাবাটি আর জুঠা বাসনের কৈফত দিয়েই নিজের জীবন অতিক্রম করে দিতো।  


DEAR HOUSEWIFE SISTER তোমার শ্বশুরালয়ের সদস্যদের  সম্পূর্ণ দিন তাদের  নিজস্ব কাজের  মধ্যে ব্যস্ত থাকার সময় যখন তাদের বন্ধুবান্ধবী তাদের সাথে তোমার সম্বন্ধে কথা জানতে চায়।তখন ওই ভিড়ের মধ্যে তুমি এতো ভালো HIGH EDUCATED হওয়া সত্ত্বেও শুধু মাত্র একটি HOUSEWIFE হয়ে বাড়িতে থাকো এই কথার পরে তারা লজ্জার সাথে চুপচাপ হয়ে যায়।তখন তো তারা তোমার উপর রাগ করে না।

 

DEAR HOUSEWIFE SISTER শুনেছি তোমার চারিপাশের পরিবেশ তোমার মতন ব্যবস্থাপনা অনুযায়ী কাজ না করে তাহলে তুমি মাঝে মাঝে সমস্যার মধ্যে পড়ে যাও আর তুমি সরকারের বিরুদ্ধে হয়ে যাও। কিন্তু এতো বছর ধরে তোমাকে তোমার সরকার শিক্ষা,স্বাস্থ্য,খাদ্য,সামাজি্ক, অর্থনেতিক দিক থেকে তোমাকে শিক্ষিত ,সুস্বাস্থ্য  দায়িত্বশীল নাগরিক রূপে বড় করে গড়ে তুললো তার বদলে তুমি দেশের ,সরকারে্‌ চারিপাশের পরিবেশ,সমাজের, সমস্যা নিবারণের দায়িত্ববান মুখ্যকর্তা নাগরিক হওয়ার পরিবর্তে এতো ভালো HIGH  EDUCATED হওয়া সত্ত্বেও শুধু মাত্র একটি HOUSEWIFE হয়ে বাড়িতে থাকো বেকারত্বের মতন। একজন বেকারত্ব নাগরিক তৈরি হওয়া একটি দেশের সরকারের পক্ষে কত ক্ষতিকারক হয়, সেটি  বিশাল ক্ষতিকর আতঙ্কি আক্রমণ থেকেও হানিকর হয় তখন সরকার তো তোমার উপর রাগ করে না।

 

 DEAR HOUSEWIFE SISTER ভাবতেছো এতো বছর ধরে পরিবারের জন্য বাড়ির এতো কাজ কখনো CARE TAKER,কখনো ENTERTAINER হয়ে, কখনো TEACHER হয়ে,কখনো GUIDENCE, কখনো CHEF, কখনো GARDENING PERSON, কখনো HOUSEKEEPING PERSON হয়ে নিজের দায়িত্ব পূরণ করার বদলে পরিবারের পক্ষ থেকে সম্মানে NATIONAL AWARD থেকে সম্মানিত হয়ে জাবা এক দিন বলে। তাহলে এক কথা আমি এখন ভালো ভাবে স্পষ্ট স্বরে বলে দি DEAR HOUSEWIFE SISTER ওই দিন বেশি দূরে নাই যে তোমার জন্ম দেওয়ার সন্তানরাই তোমাকে প্রশ্ন করবে সন্তানকে শুধু মাত্র খাবার দিয়ে ভরণপোষণ তো রাস্তার কুকুর,বেড়াল,পশুপক্ষী ও করে তুমি আমাদের জন্য এতো বছর ধরে খাবার রান্না করে দেওয়া ছাড়া কী করে দিয়েছো মা।   

 

ভবিষ্যতে নিজেকে ওই রাস্তার কুকুর, বেড়াল, পশুপক্ষীদের সাথে COMPARE হওয়া কলঙ্কিত সম্মানের পুরষ্কার থেকে নিজেকে যদি দূরে রাখতে চাও তাহলে DEAR HOUSEWIFE SISTER PLEASE WAKE UP, PLEASE WAKE UP, PLEASE WAKE UP………….

নিজেকে নিজের COMFORT ZONE থেকে বের করো, নিজের জীবনে নিজের পরিবারের দায়িত্ব, নিজের সন্তানের দায়িত্বকে নিজের  জীবনের  বেকারত্বের পরিচয় দেওয়ার চেয়ে ভালো :   

 

“DEAR HOUSEWIFE SISTER PLEASE DO SOMETHING.

YOU THINK YOU DON’T NEED ANYTHING IT’S OKAY, BUT YOUR SELF-RESPECT NEED, YOUR FAMILY MEMBERS NEED, PLEASE DO SOMETHING FOR THEM.

FOR NOT MUCH,FOR NOT BIG BUT PLEASE DO SOMETHING,

FOR YOUR BETTER AND BRIGHTER FUTURE.”

 

“BECAUSE YOU ARE NOT ONLY OUR SOCIETY SIMPLE WOMEN, YOU ARE OUR SOCIETY SUPER WOMEN.”

 

“একটি দেশ তখনি উন্নত হয় যখন সেই দেশের নারী সমাজ উন্নত হয়, আর যখন একটি বাড়ির   নারী উন্নত হয় তার সাথে সাথে তার পরিবারের সদস্য আর তার সন্তান ও উন্নত হয়, আর যখন সন্তান উন্নত হয় সেই দেশের বর্তমান প্রজন্মের সাথে ভবিষ্যৎ প্রজন্ম ও উন্নত হয়।“    

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page