top of page
Search

আমি ভারতমাতার সন্তান

আমি স্বতন্ত্র দেশের, স্বতন্ত্র নাগরিক,কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি সভ্য দেশের,সভ্য নাগরিক ,কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি আত্মনির্ভরশীল দেশের,আত্মনির্ভর নাগরিক,কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি দানশীল দেশের,দানবীর নাগরিক, কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি সাধারণ জনগণ ঊণ্ণয়ণ দেশের,দেশপ্রেমিক নাগরিক, কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি প্রকৃতিবন্ধুত্ব দেশের, প্রকৃতিপ্রেমিক নাগরিক,কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি সমাজ প্রধান দেশের, সমাজসেবক নাগরিক,কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি নিঃস্বার্থ বলিদানশীল দেশের, নিঃস্বার্থ বলিদানকারী  নাগরিক, কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি দ্রুত,তেজ,বুদ্ধিমানি দেশের ।দ্রুত,তেজ,বুদ্ধিমান নাগরিক,কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তাধারা দার্শনশীল দেশের, উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তাধারা বহন করে চলা দায়িত্বশীল নাগরিক, কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি সুরক্ষিত দেশের, সুরক্ষার জন্য আত্মবলিদানকারী নাগরিক, কেননা আমি ভারতমাতার সন্তান।

আমি ধর্মনিরপেক্ষতাবাদ দেশের, ধর্মনিরপেক্ষতাবাদী নাগরিক, কেননা আমি ভারতমাতার সন্তান।

 

 

“বর্তমান দিনে যেখানে আত্মপরিচয়,অতিথি ও আত্মীয়তাবিহীন, মূল্যবোধ MODERN GENERATION এর আগ্রহীদের প্রভাব বেড়ে যাচ্ছে MODERN GENERATION এর নাগরিকদের পরিবারের মধ্যে।সেই স্থানে আমি ভারতমাতার সন্তান, এই একটি মহান মানসিক চিন্তাধারাই ভারতবর্ষের মধ্যে অবস্থিত থাকা বা ভারতবর্ষের বাইরে অবস্থিত থাকা প্রত্যেকটি ভারতীয়কে একি পরিবারের সন্তান রূপে একত্রিত করে রেখে আছে।“

 

 

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page