সংসারে আসলে কিছু করে খেতে হবে
- manisha chhetri

- 4 days ago
- 1 min read

সংসার করে খেতে হবে,পড়াশোনা করতে হবে ভালোভাবে ভালো ডিগ্রি নিতে হবে।
সংসার করে খেতে হবে,ভালো পোস্টের চাকরি করতে হবে ভালো উচ্চ প্রতিষ্ঠানে বিরাজমান হতে হবে।
সংসার করে খেতে হবে,সমাজে ভালোভাবে থাকতে হবে নিজের পিতামাতার নামের সম্মান উচ্চ স্থানে সর্বদা রাখতে হবে।
সংসার করে খেতে হবে,বড় বাড়ি নির্মাণ করতে হবে ভালো ভাবে মিলেমিশে একসাথে থাকতে হবে ।
সংসার করে খেতে হবে,ভালো মেয়ে বিয়ে করতে হবে ভালো ভাবে পরিবার পরিচালনা করতে হবে।
সংসার করে খেতে হবে,ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলীতে নিজের সন্তানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
সংসার করে খেতে হবে,ভালো গাড়ি কিনতে হবে নিজের পরিবারকে সুভিধা ভাবে যাতায়াত করাতে হবে।
সংসার করে খেতে হবে,ভালো উন্নত জায়গায় উন্নত মানুষ উন্নত পরিবেশের মধ্যে মিলে মিশে নিজের পরিবারকে উন্নত ভবিষ্যৎ দিতে হবে।
“সংসার করে খেতে হবে,পিতার পরে সন্তান সন্তানের পরে তার পরের সন্তান এই রীতি নীতির ভিত্তিতে প্রাচীনকাল থেকে শুরু করে মানুষ বর্তমান দিনের এই উন্নত সভ্যতার মধ্যে নিজেকেও উন্নত করে চলে এসেছে সংসার করে খেতে হবে বলে,কিন্তু বর্তমান দিনে মানুষ সংসারে আসলে কিছু করে খাওয়ার চেয়ে বেশি সংসারে আসলে সংসারকেই ধ্বংস করে পুড়ে খাওয়ার দিকে বেশি আগ্রহি হয়ে উঠেছে।বর্তমান দিনের অসচেতনশীল কার্যকলাপ সম্পন্ন সামাজিক পরিবেশ,প্রকৃতিক পরিবেশের পরিস্থিতির অবস্থা দেখে এই কথার যুক্তি ভালোভাবে পাওয়া যায়।“



Comments