শিব
- manisha chhetri

- Jul 11, 2025
- 1 min read

আমি যখন নিজের ভেবে কিছুখন আনন্দের সাথে শান্তিতে বসে শিবের সাথে সময় অতিক্রম করার কথা ভাবি তখন শিব আমাকে নিঃসন্দেহের সাথে সময় অতিক্রম করার অনুমতি দিয়ে থাকেন।
আমি যখন নিজের মতন ভেবে শুধুমাত্র সাধারণ জল দিয়ে নিজের জীবনের অতিথির তৃষ্ণা মেটানোর কথা ভাবি তখন শিব আমাকে নিঃসন্দেহের সাথে সাধারণ জলের তর্পণ করে অভিষেক করার অনুমতি দিয়ে থাকেন।
আমি যখন শুধুমাত্র সাধারণ বেলের পাতার সাথে নিজের জীবনের অতিথির সেবা করার কথা ভাবি তখন শিব নিঃসন্দেহের সাথে আমাকে উনার সেবা করার অনুমতি দিয়ে থাকেন।
আমি যখন পুড়ে শেষ হয়ে যাওয়া কর্মের শেষ রাখ দিয়ে নিজের হৃদয়ের প্রেম প্রকাশ করতে চাই তখন আমার শিব নিঃসন্দেহের সাথে নিজের প্রেম প্রকাশ করার অনুমতি দিয়ে থাকেন।
“শিব শুধু আমাদের ভগবান নন শিব প্রত্যেক প্রাণীর জীবনের অস্তিত্বের সেই অংশ যা নিজের শরীর থেকে প্রাণ ছুটে চলে যাওয়ার পর ও শব রূপে আমাদের শরীরের অস্তিত্বকে পরিচয় দেওয়ার জন্য আমাদের সাথে জড়িত থাকেন আমাদের পিতা পরমেশ্বর রূপে।”



Comments