CHILDHOOD
- manisha chhetri

- Nov 14
- 1 min read

CHILDHOOD আছে বলে মুক্ত মনের হাঁসি আছে।
CHILDHOOD আছে বলে মুক্ত মনের বন্ধুবান্ধবী আছে।
CHILDHOOD আছে বলে মুক্ত মনের কৌতূহল,মজা আছে।
CHILDHOOD আছে বলে পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা সঙ্গে আছে।
CHILDHOOD আছে বলে পিতামাতার আশ্রয়ে আনন্দের জীবন আছে।
CHILDHOOD আছে বলে চারিপাশে শান্তির জগৎ এর সাথে শান্তির ঘুম আছে।
“একজন মানুষের জীবনে বয়সের ধাপ অনুযায়ী হাঁসি, কাণ্ণা, আকাঙক্ষা আবেগ,ভালোবাসা, অহংকার - এই সকল অভ্যাসের পরিবর্তন হতে থাকে। কিছু থেকে যায়, আর কিছু চলে যায়।কিন্তু একজন মানুষের CHILDHOOD বয়সের ধাপে তার মনের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু কোনো দিন ছেড়ে চলে যায় না। তাই CHILDREN’S DAY CELEBRATION IS NOT ONLY FOR THE CHILDREN’S, IT IS ALL FOR US WHO HIDE THEIR CHILDHOOD & MISS THEIR CHILDHOOD MEMORIES EVERYTIME IN THEIR HEARTFELT.”



Comments