Forgive Me
- manisha chhetri

- Dec 21, 2025
- 1 min read

কঠিন পরিশ্রম ছাড়া আমি আমার জীবনে সহজে কিছুই অর্জন করতে পারিনি।
আমার ভাগ্যে যে জিনিসগুলো সহজে পেয়েছি,তার মধ্যে আমি স্বার্থপরতা খুঁজে পেয়েছি।
ভগবানের আশীর্বাদে এইবার সহজেই আমি আমার বিশেষ আদর্শ সাথির সাথে সাক্ষাৎ করতে পেয়েছি।
কিন্তু এতো বছর ধরে কঠিন পরিশ্রম করার অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটি জিনিসের জন্য,তার কারণে
জীবনে প্রথমবার সহজে পাওয়া আমার বিশেষ আদর্শ সাথিকে আমি সহজে স্বীকার করতেই পারছি না।
“Forgive Me, কখনো কখনো জেনে বা না জেনে হয়তো ভুল হতে পারে, কিন্তু এককথা সব সময় মনে রাখার চেষ্টা করতে হবে যে, রাত্রের অন্ধকারের কালো মেঘ যতই ভয়ঙ্কর হোক না কেন দিনের উজ্জ্বল আলো আমাদের জীবনকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন আশার আনন্দ নিয়ে আসে।”



Comments