জাগ্রত হও শিক্ষার্থী জাগ্রত হও
- manisha chhetri

- Aug 6, 2020
- 1 min read
Updated: Jul 18, 2024

স্বাধীনতার আগে যখন এই ভারতবর্ষ শিক্ষা না থাকার কারনে অন্ধ ছিল।
তখন আমাদের ভারতবর্ষের মহান ব্যক্তিরা এই অন্ধকার ভারতবর্ষকে শিক্ষার উজ্জ্বল আলোতে আলোকিত করার জন্য কয়েক ধরণের ঘাত প্রতিঘাত,বিদ্রোহ করেছিল শিক্ষা স্বাধীনতার অধিকারের জন্য।
যাতে এই অন্ধকার ভারতবর্ষের ভবিষ্যৎদের শিশুরা ভালো ভাবে শিক্ষা লাভ করে এই অন্ধকার ভারতবর্ষকে জ্ঞানের ভাণ্ডারে উজ্জ্বল করে তুলতে পারে বলে।
বিশ্বতে ভারতবর্ষের নাম উচ্চ স্থানে গড়ে তোলে।কিন্তু ভবিষ্যৎ এই দাঁড়ালো যে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করছে ঠিকই।
কিন্তু কোনো কোনো শিক্ষার্থী এই শিক্ষাকে ফাঁসির দড়ির মাধ্যমে ব্যবহার করতেছে।
পড়াশোনা ভালো ভাবে না করে এই জ্ঞান ভরতি বিশ্বে কী ভাবে অভিযোজন করবে তার ভয়ে শিক্ষার্থীরা নিজের আত্মহত্যা, কয়েক ধরণের কুকাজ ও কয়েক ধরণের কুসংস্কারগুলি শিখে বিশ্বে ভারতবর্ষের ছাপ ও নষ্ট করতেছে।
তারা নিজের হাতে নিজের মৃত্যু ও দেশের বদনাম তো করতেছে ঠিকই……………… ।কিন্তু তারা ভুলে যাচ্ছে তাদের এই শিক্ষা স্বাধীনতা অধিকার দেওয়ার অবিরামে কত দেশবাসি নিজের প্রান হারালেন আর কত মহান ব্যক্তিরা বিদ্রোহ চালিয়ে নিজেদের প্রাণের আত্ম বলিদান দিলেন……………।
যাতে ভবিষ্যতে এই ভারতবর্ষের শিশুরা সঠিক ভালো উন্নত শিক্ষা লাভ করে, ভালো জ্ঞান অর্জন করে ও অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে পাল্লায় পাল্লা মিলিয়ে চলতে পারে বলে।
তাই আমার সব শিক্ষার্থীদের কাছে বিনিত আবেদন যে
"জাগ্রত হও শিক্ষার্থী জাগ্রত হও"



Comments