top of page
Search

I AM A SELF INDEPENDENT WOMEN NOT A THREE MEN DEPENDENT WOMEN

"HAPPY NEW YEAR"

THIS NEW YEAR, WHEN YOU CELEBRATE NEW YEAR PARTY.

 YOU HAVE TO CELEBRATE YOUR LIFE INDEPENDENT PARTY.  

REALISE YOURSELF, YOU ARE THE SELF INDEPENDENT WOMEN.

NOT A THREE MEN DEPENDENT WOMEN.    

ভারতবর্ষের মাটিতে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসের সাথে নতুন বছরের আনন্দ উদযাপন করার স্বাধীনতার আবহাওয়া কয়েক বছর আগেই এসেছিলো।কিন্তু ভারতবর্ষের কয়েক  সংখ্যক নারীদের  চিন্তাধারা এখন ও পরাধীন ভাবেই বন্দি হয়ে আছে নিদিষ্ট সিমার গণ্ডির মধ্যে।কিন্তু এই বছর  তাদের কাছে  থেকে আমাদেরকে একটা প্রতিজ্ঞা  নিতে হবে যে এই বছর ভারতবর্ষের  মাটিতে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসের সাথে নতুন বছরের আনন্দ উদযাপন করার স্বাধীন আবহাওয়ার  মধ্যে প্রত্যেকটি নারী উন্নত স্বাধীন চিন্তাধারা রেখে উচ্চ স্বরে  বলতে পারে যে, আমি স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নারী,   

        

“I AM A SELF INDEPENDENT WOMEN NOT A THREE MEN DEPENDENT WOMEN”

 

1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষের মহান মনিষীগণ ভারতবর্ষের জনগণকে স্বরাজ্য স্বাধীনতার সাথে পরিচয় করানোর জন্য জনুয়ারী মাসের 26 তারিখে INDEPENDENT DAY  CELEBRATE করতো।যাতে ভবিষ্যতে ভারতবর্ষ স্বাধীন  হওয়ার পর ভারতীয়  জনগণ নিজের  স্বরাজ্য  স্বাধীনতার সাথে নিজের পরিচয় আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে বিশ্বের সামনে উজ্জ্বল ভাবে 

প্রকাশিত করতে পারে বলে। ভারতবর্ষের মহান মনিষীদের  প্রচেষ্টায় ভারতবর্ষ  স্বাধীনতো হল  15 আগস্ট 1947 সালে কিন্তু ভারতবর্ষের কিছু কিছু নারী সমাজ এখন ও পরাধীন চিন্তাধারার মধ্যে 

জীবিত আছেন THREE MEN DEPENDENT WOMEN হিসেবে। 

প্রথমতে নিজের পিতার,দ্বিতীয়তে নিজের স্বামীর,তৃতীয়তে নিজের পুত্র সন্তানের,গণ্ডির মধ্যে  নিজেকে নিজের পরাধীন চিন্তাধারার মধ্যে বন্দি করে রেখে আছেন।যার ফলে ভারতবর্ষে  স্বাধীনতাবাদ আর নারী স্বসস্ত্রীকরণ যত বেশি উচ্চ ক্ষমতার পদের  মধ্যে আসীন হয়ে গেলেও  ভারতীয় নারী জাতীকে নিচু দৃষ্টির সাথেই দেখে বিশ্বের জনগণ তারা ভারতীয় নারীকে THREE MEN DEPENDENT WOMEN নাম ধরেই ডাকে।       

 

 

“THREE MEN DEPENDENT WOMEN এই কলঙ্কিত নাম বাড়িতে বসে নিজের জীবন অন্যের  উপর নির্ভর করে নিজের জীবন অতিক্রম করে জীবীকা অর্জন 

করার নারীদের পক্ষে  তো ঠিক আছে।কিন্তু এই কারণে সমস্ত আত্মনির্ভরশীল নারীকে THREE  MEN DEPENDENT WOMEN বলা কোনো মতেই যথাযুক্ত নয়।তাই ভারতবর্ষের THREE MEN DEPENDENT WOMEN এই কলঙ্কিত নাম দিয়ে যদি ভারতবর্ষের  নারী সমাজকে স্বাধীন করার   চিন্তাধারা ভারতীয় শিক্ষিত দায়িত্বশীল জনগণদের মধ্যে থাকে তাহলে সমস্ত ভারতবাসীকে এক সাথে মিলেমিশে এই বছর এগিয়ে আস্তে হবে ভারতীয় নারী সমাজকে এই THREE MEN  DEPENDENT WOMEN কলঙ্কিত নাম থেকে স্বাধীন করে উজ্জ্বল সম্মানিত ভবিষ্যতের  দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।কারণ যখন অব্দি আমাদের দেশের  নারী সমাজ বাড়িতে বন্দি চিন্তাধারার মধ্যে বন্দি হয়ে থাকবে তখন অব্দি ভারতবর্ষের স্বাধীনতা বিফল 

হয়ে থাকবে।একটি দেশ তখনি উন্নত চিন্তাধারায়  স্বাধীন হবে যখন সেই দেশের নারী  সমাজ উন্নত চিন্তাধারায় স্বাধীন  হবে,একটি দেশ তখনি আত্মনির্ভরশীল হবে যখন সেই দেশের নারী 

সমাজ আত্মনির্ভরশীল হবে,একটি দেশ তখনি প্রগতিশীল হবে যখন সেই দেশের নারী সমাজ 

প্রগতিশীল হবে,একটি দেশের  নারী  সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া মানেই হচ্ছে একটি দেশের  ভবিষ্যৎ সমস্ত বিশ্বের মধ্যে উজ্জ্বল হওয়া।”     

 

 

 

 

 

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page