I PROUD OF MY SELF I AM A DAUGHTER OF MOTHER INDIA
- manisha chhetri

- Aug 19, 2025
- 1 min read

I PROUD OF MY SELF I AM A DAUGHTER OF MOTHER INDIA,যে আমি ভারতমাতার সন্তানরূপে জন্মগ্রহণ করতে পেরেছি। ভারতবর্ষের মাটিতে আছে অতীতের মহাণ মনিষীদের বলিদানের আশীর্বাদের সাথে বর্তমানের দেশপ্রেমিক নাগরিকরা ও সৈনিকদের সুরক্ষার দেশপ্রেম যেখানে সুনিশ্চিন্ত ভাবে জীবন অতিক্রম করতে পারি ভবিষ্যতের উন্নত পদোন্নতিশীল সংস্কার সম্পন্ন ক্ষমতাশীল চিন্তাধারা বহন করে চলা দেশবাসীদের সাথে।
I PROUD OF MY SELF I AM A DAUGHTER OF MOTHER INDIA,যে আমি আমার সম্পূর্ণ জীবন ভারতমাতার কোলে অতিবাহিত করতে পারবো।
আমি আমার শৈশোবকাল আমার ভারতমাতার কোলেই অতিবাহিত করতে পারলাম,আমি আমার
বর্তমানের ক্রিয়াকার্যের সফল্যতা আমার ভারতমাতার মাটিতেই সমপূর্ণ করতে পারলাম,আর
ভবিষ্যতে গিয়ে একদিন আমার জীবনের সাথে আমার জীবনের সম্পূর্ণ ক্রিয়া কর্মেরফল মিলিত হয়ে যাবে আমার ভারতমাতার মাটির কোলেই।
“I PROUD OF MY SELF I AM A DAUGHTER OF MOTHER INDIA”
“দেশ আমার দেশ ভারতবর্ষ যেখানে আছে নিজের পরিবারের সাথে ভারতমাতার আশীর্বাদ যা
আমাদেরকে সমৃদ্ধশীল দেশের স্বাধীন নাগরিক রূপে পরিচয় দিয়ে থাকে স্বাধীনতাকে স্বীকার করে নিজের জীবনকে উচ্চচিন্তাধারার অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলার সাথে নিজের পরিচয় বিশ্বের কাছে রাখার সময় আমার দেশ,আমার জন্মভূমি,আমার সমাজ,ধর্ম,জাতি আমার মা ভারতমাতা বলে মাথা উঁচু করে দাড়িয়ে উঠতে গর্বিতবোধ করি আমরা ভারতবাসী ”।



Comments