Modern AI Technology ও ভারতীয় সংস্কৃতি
- manisha chhetri

- Oct 2
- 1 min read

ভারতবর্ষের সংস্কৃত ভাষা শিক্ষার উজ্জ্বল আলোয় শিক্ষিত হয়ে বিশ্বের মধ্যে ভারতবর্ষের জনগণকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। ভারতবর্ষের ধর্মীয়শাস্ত্র অনুযায়ী মন্দিরের পূজনীয় দুর্গাদেবি দেশের প্রত্যেকটি বাড়ির মধ্যে নিজের স্নেহ,নম্রতা,ভদ্রতা,ভালোবাসার মাধ্যমে নিজের বাড়ির প্রদীপ উজ্জ্বল করার সাথে সাথে উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে নারী ক্ষমতায়নের সাহসের প্রতিছাপ রেখে ব্রহ্মাণ্ডের রহস্য অনুসন্ধানের কাজে যুক্ত হয়ে বিশ্বের মধ্যে ভারতবর্ষের নাম উচ্চ স্থানে উজ্জ্বল করার পথে এগিয়ে উঠেছেন।ভারতবর্ষের মহান সংস্কৃতি ভারতের জনগণকে ঐক্যের বন্ধ্যনে অবদ্ধ করে আধুনিক মানবিক বোধগম্যতার যুগে মানুষকে সুখ ও আনন্দের সাথে একত্রিত করেছে। ভারতবর্ষের জনগণ নিজের জাতি,ধর্ম, সংস্কৃতির পরিচয়ের আত্মপ্রকাশ, আমি ভারতবাসী এই একটি শব্দের মধ্যে পরিপূর্ণ হওয়ার মানবিকবোধের সাথে জাগ্রত করেছে।ভারতবর্ষের জনগণের সর্ব শ্রেষ্ঠ মৌলিক দায়িত্ব হল ভারতমাতার সম্মান ও রক্ষা করা। ভারতবর্ষের জনগণ নিজের সংসার চালানোর জন্য কয়েক ধরণের আধুনিক প্রযুক্তিশীল কর্মের সাথে জুড়ে থেকেও তাঁদের মাথায় একটাই সংকল্প থাকে যে,দরকার পড়লে নিজের জীবন বলিদান করে দিবো কিন্তু কোনো দিন নিজের ভারতমাতার নাম কলঙ্কিত হতে দিবো না।
আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি জনগণ উচ্চ শ্বরে শুধু একটাই শ্লোগান করে থাকে আমি ভারতবাসী, আমার পরিচয় ভারতবর্ষ, আমার জাতি, ধর্ম, সংস্কৃতি হল ভারতীয়।
"আমরা ভারতবাসী গান্ধিবাদের আদর্শনীতির সাথে বর্তমানের জটিল দিনেও নিজেদের সংস্কৃতিকে রক্ষা করে Modern AI Technology সাথে নিজেদের রাষ্ট্রীয় সংস্কৃতিকে সঙ্গে নিয়ে খাপ খাওয়ার জন্য প্রস্তুত আছি।এভাবেই কী বিশ্বের অন্য রাষ্ট্রীয় সংস্কৃতি ও কী প্রস্তুত আছে।"



Comments