আসল অভিযোজন
- manisha chhetri

- Aug 6, 2020
- 1 min read
Updated: Jul 18, 2024

জীব জগৎ এ এই সময় সব জিবিত প্রাণীর মধ্যেই অভিযোজনের ক্রিয়া দেখতে পাওয়া যায়। এই
অভিযোজন ক্রিয়ার আসল প্রভাব সবার পক্ষই কঠিন ও কষ্টকর বলে মনে করে চলে থাকে সবাই।
কিন্তু আসল অভিযোজন তো আমি শুধু দুটি জীবিত প্রাণীর মধ্যেই দেখেছি এই দুটি হল একটি হচ্ছে বিবাহিত মেয়ে আর অন্যটি হল অরণ্যবঞ্ছিত বৃক্ষ।
পৃথিবীতে আমাদের আসলে অভিযোজন করেই বাচতে হবে এই মতবাদটির আসল মানে কি জিনিস আমাদের এই দুইটি প্রানিকে দেখেই বুঝতে হবে।
কারন একজন মেয়ে মানুষ বিবাহিত হওয়ার আগের জিবন আর বিবাহিত হওয়ার পরে সে যে জিবন ধারন করে থাকে তাকে দেখেই বলতে হবে পৃথিবীতে আসল অভিযোজন কি জিনিস।আর ঠিক তার অন্য ভাগে একটি বৃক্ষ যখন অরণ্যের প্রাকৃতিক প্রাঙ্গণে সে ললিত পালিত হয়ে বিকশিত ভাবে তার বৃদ্ধির বিকাশে সে যেভাবে বেচে থাকে তার সেই মনোহর সবুজ দৃশ্য আর অরণ্যবঞ্ছিত শহরাঞ্ছলের গাছপালার যা বাস্তবিক দৃশ্য থাকে তাকে দেখেই আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে এই অভিযোজন ক্রিয়ার আসল প্রভাব কতটা কঠিন ও কষ্টকর।
এই কঠিন কষ্টকর জিবনতেও তারা কত পরিপূর্ণতার খুশি বের করে তারা সেই খুশিতেই জিবনযাপন করে বেচে থাকে। আর আমরা দুদিন যদি কোনো সামান্য কারনে যদি একটুও কষ্ট পাই তাহলে ভাবি যে এই সংসারে অভিযোজন করা কত কষ্টকর।এই দুঃখের দিন গুলোকে অভিযোজন করার চেয়ে তো এই দুঃখের সময় না থাকায় ভালো।
এই জগতে মানুষ দুঃখের দিনগুলি দেখতেই চাই না তাই তারা বুঝতেই পারে না আসল সুখ কি জিনিস।
কোনো মানুষ যদি দুঃখকে অভিযোজন করতে একবার শিখে যায় তা হলে সে মানুষ সুখও ভালো ভাবে ভোগ করতে পারবে।
"আমার মনে হয় একমাত্র শুধু দুঃখ আর সুখ দুটো জিনিসই একজন প্রানিকে পরিপূর্ণ
ভাবে এই জগৎ এর সঙ্গে আসল অভিযোজন করাতে সক্ষম হতে পারবে আর কেউ নয়।"



Comments