মরন্ত কালের প্রার্থনা
- manisha chhetri

- Aug 6, 2020
- 1 min read
Updated: Jul 18, 2024
আমি যখন এসে ছিলাম এই পৃথিবীতে তখন সবাই আনন্দের হাঁসিতে হেঁসে আমায় স্বাগত জানিয়ে ছিল এই সুন্দর বিশ্বে।
আমি যখন এই সুন্দর বিশ্বের মায়া মমতা ছেড়ে এই পৃথিবী থেকে দূরে যাচ্ছি
তখন ও আমি চাই যে সবাই ওই আনন্দের হাঁসিতে হেঁসে আমায় বিদ্যায় জানায় ।
আর যখন আমি এই স্বর্গ ছেড়ে যাব তখন আমার ও মনে হোক যে আমি সবাইকে আনন্দই দিয়ে যাচ্ছি ?
কেননা আমিতো মরে যাচ্ছি কিন্তু আমার আত্মারতো কোনো মৃত্যু নেই, সে পোশাকের মত!!
শরীর বাদলে আজকে আমার শরীরে যে আত্মা আছে কালকে অন্য শরীরে পরিণত হয়ে
জন্ম গ্রহণ করবে অন্য এক নতুন জায়গায়…………………।
তখন আবার আমাকে সবাই আনন্দের হাঁসিতে হেঁসে স্বাগত জানাবে ।
তাই আমি চাই যে আমার জাবার সময় কেউ কান্নায় ক্লান্ত না হয় আমাকে আনন্দের হাসিতে হেঁসে বিদ্যায় জানায় ।
কারন
"আমি দুদিনের কান্নার আস্রু হয়ে মরে যেতে চাই না
চিরন্তকালের আনন্দের হাঁসির স্মরনে মৃত্যুঞ্জ হয়ে বাঁচতে চাই।"




Comments