মানুষের প্রকৃত সময়
- manisha chhetri

- Aug 6, 2020
- 1 min read
Updated: Jul 18, 2024
একজন মানুষের উপর যখন সময়ের চক্র চলা শুরু করে তখন সেই মানুষ ভাবে যে সেই হচ্ছে এই প্রকৃতির সময়ের প্রতিষ্ঠাতা সে নিজে নিজেই ভাবতে শুরু করে যে এই ব্রহমান্ডে তার অজানাঅচেনা কিছুই নেই।সেই হচ্ছে এই ব্রহমান্ডে প্রকৃতির ক্রিয়াদাতা সে বুদ্ধি থেকে আরও শক্তিশালী বোধ করে।নিজেকে সব জীব থেকে বড় বোধ করে ও একলা একলাই জীবন যাপন করার অধিকারি হিসেবে নিজের জাতি ও পরিবারে এই বিচারটা বপন করেই মানুষকে বাঁচার আশ্বাস দেয়।
কিন্তু প্রকৃতি যখন এই সময়ের চক্র চালায় ও মানুষকে তাদের বিচারের মতই জীবনটা বাচার অধিকারি বলে প্রকৃতি সেই অধিকার মানুষকে দিয়ে দেয়।
তখন আবার মানুষ সেই একলা ভাবে বাচার জীবন ও ভোগ করতে পারে না । আর আবার মানুষ তাদের বাড়ি ঘর, পরিবার,আত্মীয় আগের সময়ে ফিরে যেতে চায় ও নিজের প্রকৃত সামাজিক পারিবার ,নিজের দেশ ,জাতির মধ্যে থাকার অস্তিত্ব খুঁজতে শুরু করে ।
আর এই অস্তিত্ব মানুষ তখন খুঁজতে চলেছে যখন পুরো ব্রহমান্ডে ধ্বনিত হচ্ছে শুধু একটাই শ্লোগান।
‘ একলা থাকো নিজেও বাঁচো আর অন্যকে ও বাচতে দাও ’




Comments