আমার প্রিয় মেয়ে
- manisha chhetri

- Nov 19
- 1 min read

আমার প্রিয় মেয়ে বড় হলে, আমার মতন মনের মানুষ হবে কী ।
আমার প্রিয় মেয়ে বড় হলে, আমার মতন পরিশ্রমী হবে কী।
আমার প্রিয় মেয়ে বড় হলে, আমার মতন দয়ালু হবে কী আমার প্রিয় মেয়ে বড় হলে,আমি যেভাবে আমার মা বাবার দেখাশোনা করি ও সেভাবেই আমাদের
দেখাশোনা করবে কী ।
আমার প্রিয় মেয়ে বড় হলে, আমি যেভাবে আমার পরিবার,আত্মীয়পরিজন,পশুপক্ষী,প্রকৃতি ও সমাজের সম্মানের সাথে তাদের যত্ন করি ও সেভাবেই তাদেস সম্মান ও যত্ন করবে কী।
আমার প্রিয় মেয়ে বড় হলে, আমি যেভাবে সর্ব ধর্মের দেবদেবীর সম্মানের সাথে আমার কৃষ্ণ ভগবানের সেবা করি ও সেভাবেই সর্ব ধর্মের দেবদেবীর সম্মানের সাথে আমার কৃষ্ণ ভগবানের সেবা করবে কী।
আমার প্রিয় মেয়ে বড় হলে, আমি যেভাবে দিনের কাজ করার আগে বা পরে অল্প সময় প্রকৃতি মায়ের সাথে সময় অতিক্রম করে কথা বলতে পছন্দ করি ও সেভাবেই প্রকৃতি মায়ের সাথে কথা বলতে পছন্দ করবে কী।
আমার প্রিয় মেয়ে বড় হলে, আমি যেভাবে সমস্ত দিন কাজ করার সাথে সাথে বই পড়তে ও লিখতে ভালোবাসি ও সেভাবেই সমস্ত দিন কাজ করার সাথে সাথে বই পড়তে ও লিখতে ভালোবাসবে কী।
“আমার প্রিয় মেয়ে তুমি যেভাবে দ্রুত গতিতে বড় হচ্ছ সেই দ্রুত গতিতে আমার সন্দেহ বড় হচ্ছিল। যে, তুমি বড় হলে আমার মতন হবে কী না বলে।কিন্তু তুমি এখন দুই বছরের অব্দি ভালোভাবে হয়ে যাও নি আর এখন থেকেই তোমার মধ্যে আমার ছাপ দেখতে পেয়ে। আমি নিঃসন্দেহে এই কথা বলতে পারি যে তুমি আমার বয়সী হলে আমার চেয়েও আরও বেশি ভালোভাবে সক্রিয় হবে।”



Comments