top of page
Search

দিশাহারা,ভ্রমিত Generation

শহরের মধ্যে ভীষণ বড় ভাবে বই মেলার আয়োজন করা হয়েছিল সেই বই মেলায় হটাৎ করে তিনজন ছেলেদের একটি গাছের তলায় বিশ্রাম  করার  সময় সাক্ষাৎ হয়।সেই সময় অজানা ছিল বলে তারা কিছুক্ষণ অব্দি চুপচাপ থেকে এক অপরকে দেখতে থাকলো তার কয়েক মুহূর্তের পর তাদের মধ্যে কথাবার্তা শুরু হল।এক একটি জিজ্ঞাসাবাদ প্রশ্ন ও উত্তরের  মাধ্যমে তারা  সেই সাক্ষাতের সময়  নিজের নিজের পরিচয়ের  সাথে নিজের  নিজের  ধর্মীয়ক্ষেত্র,বসবাসের স্থান,জাতি ও সমাজব্যবস্থা সম্পর্কেও কথাবার্তা করে জানতে শুরু করলো। আর কথাবার্তা করার পর জানা গেলো যে তিনজন ছেলেরাই পৃথক পৃথক ধর্মীয়ক্ষেত্র, বসবাসের  স্থান,জাতি ও সমাজ ব্যবস্থা থেকে এসেছে বলে।

 

কয়েক ঘণ্টা অব্দি কথাবার্তা করার পর জানা গেলো যে প্রথমের ছেলেটি এসেছে Modern Generation থেকে, দ্বিতীয় ছেলেটি এসেছে Old  Generation থেকে আর তৃতীয় ছেলেটি এসেছে Middle বা দিশাহারা,ভ্রমিত Generation থেকে। 

 

এই তিনজনের মধ্যে প্রথমটি Modern Generation থেকে এসেছে বলে সে Modern Culture এর Fast Forward সমাজ সভ্যতার সুখসুভিধার মতন খুব Modern জীবনযাপনের ফলে খুব আনন্দের মধ্যে ছিল। 

 

দ্বিতীয় ছেলেটি Old Generation থেকে এসেছে বলে সেও নিজের বৈদিক সংস্কার সমাজ ব্যবস্থার আদর্শের মাধ্যমে সংস্কারি ভদ্র চরিত্রের প্রতিরূপের মতনই আনন্দতেই ছিল।

 

কিন্তু তৃতীয় ছেলেটি Middle বা দিশাহারা,ভ্রমিত Generation থেকে এসেছে বলে সে না তো প্রথম ছেলের মতন Modern Generation সমাজ সভ্যতার মতন Modern Culture এর জীবনযাপনের ফলে খুব  আনন্দের মধ্যে ছিল।না তো দ্বিতীয় ছেলের মতন Old Generation থেকে এসেছিল যে নিজের বৈদিক সংস্কার সমাজ ব্যবস্থার আদর্শের মাধ্যমে সংস্কারি ভদ্র চরিত্রের প্রতিরূপের মতন আনন্দতে ছিল।

 

তৃতীয় ছেলেটি Middle বা দিশাহারা,ভ্রমিত Generation থেকে এসেছিল সে না তো পুরোপুরি এই পারের Modern Generation থেকে ছিল। না তো ওই পারের Old Generation এর সাথে ছিল। তার জন্য সে নিজের জিবনে আনন্দের চেয়ে বেশি নিজের জিবনে তৈরি হওয়া বা হতে না পারার দুঃখের মধ্যে আটকে রয়ে গিয়েছিল সে ভাবতো তার জীবনের   আনন্দের খুশি ও দুঃখের অন্ধকারের মধ্যে ঢেকে ভ্রমিত হয়ে রয়ে গিয়েছিলো বলে।    

 

বর্তমান দিনে মানুষ Modern Generation দিকে যাবে, নাকি Old  Generation এর দিকে যাবে এই ভেবে Middle Generation এর  লোকেরা মাঝ পথে দিশাহারা Generation এর মধ্যে গিয়ে ভ্রমিত হয়ে যাচ্ছেন।

 

বর্তমান দিনে আমাদের সমাজব্যবস্থা অতি চক্রান্ত ধরণের মধ্য দিয়ে তৈরি হয়ে গেছে যেখানে মানুষ Modern Tecnology ব্যবহার করার সাথে সাথে Modern Culture গ্রহণ করে শহরের মধ্যে Fast Forward চিন্তাধারার মানুষের জনবসতি একসাথে বসবাস করার ফলে Modern Generation এর লোকেদের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে আমাদের সমাজে।

 

শিল্পায়নের বিপ্লবের ফলে আমাদের  সমাজব্যবস্থার মধ্যে Modern  Tecnology সাথে Modern Culture গ্রহণ করে শহরের মধ্যে Fast Forward চিন্তাধারা গ্রহণ করে নিজেদের জীবন Modern Generation এর মধ্যে অতিক্রম করার জনসংখ্যা যতই বৃদ্ধি পেলেও তারা তাদের পূর্বপুরুষদের  Old Generation এর আদর্শের  চিন্তাধারাকে সহজেই ছেড়ে নিজেরা Modern Generation এর Modern Culture গ্রহণ করে Fast Forward ভাবে চলতে পারে না। কেননা এখন ও শহরের চেয়ে বেশি সংখ্যক মানুষ গ্রাম অঞ্চলেই বসবাস করে থাকেন।গ্রাম অঞ্চলের মধ্যে বসবাস করে থাকা জনসাধারণের মধ্যে তাঁদের পূর্বপুরুষদের বৈদিক সংস্কার সমাজ ব্যবস্থার আদর্শকে আনন্দের সাথে এগিয়ে নিয়ে যাওয়া সংস্কারি ভদ্র চরিত্রের প্রতিরূপের দায়িত্বশীল ব্যক্তিত্বের জনসাধারণকে বেশির ভাগ দেখতে পাওয়া যায়।

 

এই দুই Modern Generation আর Old Generation এর মাঝে ও একটা Generation আছে সেটা হচ্ছে Middle Generation বা দিশেহারা, ভ্রমিত Generation যেখানের জনসাধারণের বাসস্থান থাকে তো গ্রাম অঞ্চলেই কিন্তু তারা উন্নত শিক্ষা অর্জনের জন্য শহরে গিয়ে বসবাস করে শিক্ষা অর্জনের সময়সীমা অব্দি।যারা ভালো শিক্ষার্থী তারা তাঁদের শিক্ষা শেষ করার সাথে সাথে ভালো চাকরি পেয়ে শহরেই নিজের উন্নত ভবিষ্যৎ এর স্বপ্ন দেখে সেখানেই বসবাস করতে শুরু করে দেয়।কিন্তু যারা উন্নত শিক্ষা অর্জন তো করে কিন্তু পরীক্ষায় ভালো পরিণাম না পাওয়ার কারণে ভালো চাকরি না পেয়ে আবার গ্রাম অঞ্চলেই ফিরে আসে তখন তাঁদের মধ্যে দেখতে পাওয়া যায় Middle বা দিশাহারা,ভ্রমিত Generation এর প্রভাব।তারা শহরের ভালো চাকরি না পাওয়ার কারণে বেকারত্ব হওয়ার ফলে ফিরে তো আসে নিজেদের গ্রামে কাজকর্ম করে আত্মনির্ভরশীল ভাবে থাকার জন্য।কিন্তু তারা তাদের উন্নত শিক্ষা অর্জনের সময় শহরের মধ্যে অতিক্রম করে থাকা Modern Culture কে সহজেই ভুলে যেতে পারে না। তখন তাদের মধ্য দিয়ে তৈরি হয় Middle বা দিশাহারা,ভ্রমিত Generation এর প্রজন্ম।    

 

 “Middle Generation এর লোকেদের দিশাহারা,ভ্রমিত Generation বলার পিছনে কারণ হচ্ছে তারা না তো Modern Generation লোকেদের মতন Fast Forward হয়ে ভালো ভাবে Modern Culture গ্রহণ করতে পারতেছেন।না তো এই বর্তমান যুগে নিজের পূর্বপুরুষদের Old Generation এর আদর্শকে ভালোভাবে বহন করে চলতে পারতেছেন।তারা Middle এর মধ্যে না তো গ্রহণ, না তো বহন এর মধ্যে ভ্রমিত হয়ে সময় গুনতি করে করেই কাটিয়ে দিচ্ছেন। যে, তারা তাদের জীবন তো এই ভাবেই প্রত্যেক দিনের একি চিন্তাভাবনা Modern Generation এর Modern Culture গ্রহণ করবো,নাকি Old Generation এর আদর্শকে বহন করে চলবো, এই ভাবে ভ্রমিত হয়ে নিজেদের জীবন ব্যতীত করলেন।কিন্তু কী আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও এই ভাবেই ভ্রমিত করে দিবো।নাকি আমরা এখন থেকেই এই Middle Generation কে আনন্দের সাথে জীবন অতিক্রম করার Generation রূপে গড়ে তুলবো।আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক নতুন Peace And Joyfull Generation এর উপহার প্রদান করবো।”  

                                                                                  

          


 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page