top of page
Search

বুদ্ধিমান ব্যক্তির স্বপ্ন


ree

বিদ্যালয়ের একটি শ্রেণীর মধ্যে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজিত হল।যার ফলে ছাত্রছাত্রীর মধ্যে কত কী ধরণের মানসিক বোধের স্বপ্ন আছে নিজের পরিবারিক পিতামাতার সম্পত্তি  নিয়ে,তখন একদিক থেকে শিক্ষক এক এক করে ওই বিদ্যালয়ের শ্রেণীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীকে প্রশ্ন করতে শুরু করলো সেই সময় একজন ছাত্র প্রথমে বললো আমার পিতার বড় কোম্পাণী আছে আমার টাঁকার কোনো অভাব নেই আমি যখন যা খুশি সেটাই নিজের ইচ্ছার মতন কিনে নিতে পারি।

আর অন্য একজন ছাত্রী বললো আমার পরিবারের মধ্যে বড় বড় বাড়ি ঘর আছে প্রত্যেক দেশের প্রত্যেক শহরের মধ্যে আমার যখন যে স্থানে ইচ্ছা করে আমি সেই স্থানেই থেকে নিজের ইচ্ছার মতন জীবন অতিবাহিত করতে পারি।আর এক ছাত্র বললো আমার পিতামাতার বড় কাপড়,ব্যাগ,জুতোগুলীর ব্যবসা আছে আমাকে যখন যে ধরণের কাপড়,ব্যাগ,জুতোগুলীর ভালো ভালো বদলে বদলে পড়ার ইচ্ছা করে আমি সেই ভাবেই সেই রকমের সামানগুলি নিজের ইচ্ছার মতন পড়তে পারি।আর অন্য একজন ছাত্র বললো আমার পিতার এই দেশের মধ্যে বড় TRANSPORT,TURISM এর ব্যবসা আছে আমাকে যখন কোনো স্থানে ভ্রমণের ইচ্ছা হয় তখন আমি আমার ইচ্ছার মতন যানবাহন নিয়ে ঘোরাফেরা করতে পারি যেকোনো সময়ে যেকোনো স্থানের মধ্যে।একজন ছাত্রী বললো আমার মায়ের বড় হোটেল আছে আমার খাওয়া দাওয়া,টাকা পয়সা নিয়ে কখনো ভাবতেই হয় না আমি আমার ইচ্ছার মতন খাওয়া দাওয়ার সাথে নিজের ইচ্ছার মতন টাকা খরচ করতে পারি।

আর তাদের মাঝে একজন ছাত্রী বললো যে আমার কাছে এই সব জিনিস আছে কিন্তু আমি কখনো এই সব জিনিসকে নিজের ইচ্ছার মতন অপচয় করার পরিমাণে ব্যবহার করে এই সব জিনিসের দুর্ব্যবহার করি না,আমার পিতামাতা আমাকে ভালো সংস্কারের সাথে ভালো শিক্ষায় শিক্ষিত করে উনার আদর্শের সাথে বড় করেছেন ,যদি আমি বর্তমান থেকেই এই সব জিনিসের মূল্য বুঝে নিজের দরকারের উপযুক্ত নিদিষ্ট পরিমাণের মাত্রাতে ব্যবহার করি তাহলে আমার মধ্য দিয়ে এই সব জমানো মূল্যবান জিনিস আমার মতন কয়েক সংখ্যক শিক্ষার্থীদের জীবনে শিক্ষার আলো আলোকিত করতে পারে,আর এই বয়স থেকেই আমি সংসারিক খরচগুলি নিয়ন্ত্রণ করতে শিখে থাকি তাহলে আমি বয়স্ক হওয়ার বয়স অব্দি নিদিষ্ট সময়ের কাজ, চাকরির, বেতনের চক্রকে ভেঙে নিজের মূল্যবান সময় এই পৃথিবীর প্রকৃতিক পরিবেশ,সমাজ কল্যাণের কাজে যুক্ত করে নিজেকে নিজের পরিবারের দায়িত্বের সাথে সাথে পরিবেশ কল্যাণ,সমাজ কল্যাণের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলতে পারি।তার পরে ওই ছাত্রীর বুদ্ধিমানি ভাই নিজের স্বপ্ন নিয়ে বললো আমার কাছে নিজের পরিবারের সম্পত্তি  চেয়েও বেশি পিতা মাতার সাহায্য ভালোবাসা ছাড়া কিছুই চাই না। কিন্তু আমার কাছে উন্নত চিন্তাধারার স্বপ্ন আছে যা একদিন এই সংসারের নিরক্ষরতার অন্ধকারের মেঘের মধ্যে ডুবে থাকা মানুষকে উন্নত শিক্ষার আলোয় শিক্ষিত করে তুলবে।আর পৃথিবীর মধ্যে মানুষের অস্তিত্ব সর্বকল্যাণের জন্য সুনিদিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা করার প্রতিষ্ঠাতা রূপে পরিচিত করবে যেখানে মানুষ ও প্রকৃতিক পরিবেশের সম্পদ পরিষ্কার আবহাওয়া এক সাথে মিলেমিশে নিজের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা শান্তির আনন্দের সাথে একতার বন্ধনে নিয়ে থাকবে।

 

"আমাদের মানসিক চিন্তাধারার মধ্যে অভিলাষার জীবন বিশেষ গুরুত্ব পেয়ে থাকে বিদ্যালয়ের ওই শ্রেণীর সাধারণ ছাত্র ছাত্রীদের মতন আর তার সাথে একটাই কথা বিশেষ গুরুত্ব পেয়ে আছে সেটি হল ভালো আর খারাপ দিক।কিন্তু বর্তমান দিনে ২১ শতাব্দীতে মানুষের মানসিক চিন্তাধারা ভালো আর খারাপের সাথে সাথে ওই দুই বুদ্ধিমানি সন্তানের স্বপ্নের মতন শিক্ষিত হতে হবে একজন যেমন সঞ্চয়ের ফলে সচেতনশীল চিন্তাধারাকে গুরুত্ব দিয়ে আমাদের চারিপাশের খামখেয়ালি অভিলাষী জীবনকে মাত দিয়ে সর্বকল্যাণের চিন্তাধারা নিজের মধ্যে বোপণ করে চলা আর আরেক জনের মতন  নিজের মানসিক চিন্তাধারা প্রযুক্তিশীল,প্রগতিশীল উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের কাজে নিযুক্ত করতে হবে যার ফলে মানুষ ও প্রকৃতিক পরিবেশের সম্পদ পরিষ্কার আবহাওয়া এক সাথে মিলেমিশে নিজের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আনন্দের সাথে শান্তির মধ্যে একতার বন্ধনে নিয়ে থাকে ।"    

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page