বিদেশী
- manisha chhetri

- Nov 12
- 1 min read

আমি এখন বড় হয়ে গিয়েছি, এখন আমাকে যেতে হবে ।
আমি এখন উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছি, এখন আমাকে যেতে হবে।
আমি যাদের সাথে বড় হয়েছি তারা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আমাকে যেতে হবে।
আমি যে স্থানে বড় হয়েছি সেই স্থান এখন পুরানো হয়ে গিয়েছে, এখন আমাকে যেতে হবে।
আমি যে প্রকৃতিমায়ের কোলে সুরক্ষিত ভাবে বড় হয়েছি সেই মায়ের গুণগত ক্ষমতা এখন নষ্ট হয়ে গিয়েছে,এখন আমাকে যেতে হবে ।
“আমার পিতা, মাতা, আত্মীয় পরিজন, আমাকে স্নেহের সাথে বড় করে তুলেছেন, এখন আমাকে যেতে হবে অন্যের দেশে অন্যের পিতা,মাতা, আত্মীয় পরিজনের স্নেহের সাথে দেখাশোনা করে তাঁদের বৃদ্ধ বয়সের সারথি হতে ।
আমি এখন ভালোভাবে বড় হয়ে গিয়েছি এই দেশের সুখ সুভিধার সাথে, এখন আমাকে যেতে হবে অন্য দেশের জনগণকে সুখ সুভিধাগুলিকে আরও বেশি উন্নত পরিমাণের রূপ দিতে ।
আমিএখন উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছি এখন আমাকে যেতে হবে অন্যের দেশের জনগণকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে।
আমিএখন উন্নত দেশের নাগরিক হওয়ার সাথে সাথে উন্নত গ্রহের প্রজাতি হতে চাই তাই এখন আমাকে যেতে হবে অন্যের গ্রহে নিজের অস্তিত্ব নতুন ভাবে আবিষ্কার করতে।
ছোট বেলার আমার পরিবার, আমার আত্মীয়,আমার বন্ধুবান্ধবী আমার জন্মস্থান,আমার শিক্ষাস্থান, আমার কর্মস্থান, আমার দেশ, আমি যখন আসহায় ছোট ছিলাম তখন থেকে আজকে আমার বড় শিক্ষিত আত্মনির্ভরশীল হয়ে ওঠার সময় সীমা অব্দি শুধু মাত্র দডড়কা।এখন আমি বড়, শিক্ষি্ত, আত্মনির্ভরশীল হয়ে গিয়েছি আমাকে এখন যেতে হবে অন্য দেশের আধুনিক শিক্ষায় শিক্ষিত জণসাধারণদের কাছে,আধুনিক সুখ সুভিধা সম্পন্ন সমাজ দিয়ে তৈরি হওয়া গ্রহের দিকে।”
“কখনো কখনো ভ্রমণে আসা বিদেশী অতিথিদেরকেউ স্নেহের বন্ধনে স্বদেশী করা যায়, কিন্তু নিজের বিদেশি চিন্তাধারার স্বদেশী সন্তানকে বিদেশী হওয়ার চেয়ে না তো নিজের পরিবারের স্নেহ, ভালোবাসা আটকে রাখতে পারে। না তো নিজের গ্রামের শান্ত আনন্দের পরিবেশ আটকে রাখতে পারে। না তো শহরের আধুনিক সুখ সুভিধা আটকে রাখতে পারে। না তো পৃথিবীমায়ের নিঃস্বার্থ অবদান আটকে রাখতে পারে।
বিদেশী চিন্তাধারার মানুষ সব সময় নিজেকে বিদেশী ভেবে এই দিক থেকে ওইদিক, ওইদিক থেকে অন্যদিকে যেমন নিজের গ্রাম থেকে নগর, নগর থেকে আধুনিক শহর, আধুনিক শহর থেকে উন্নত রাজ্য,উন্নত রাজ্য থেকে অত্যাধুনিক সমৃদ্ধশীল উন্নত বাইরের দেশ,উন্নত বাইরের দেশ থেকে উন্নত বাইরের গ্রহের দিশা খুঁজতে খুঁজতে আজীবন অশান্তিতেই হারিয়ে নিজের জীবন ভ্রমণের মাঠ হিসেবে গড়ে তুলে,আর নিজের পরিচয় বিদেশী বলে চলে থাকে।”



Comments