top of page
Search

বৃষ্টি


বৃষ্টি মানুষের জিবনে সুখ ও দুঃখ নির্ধারিত করে।এই বৃষ্টি মানুষের জিবনে কখনও  সুখের কারণ হয় আর কখনও দুঃখের কারণ হয়ে দাড়ায়।দুঃখের কারণ হয়ে দাড়ায় বৃষ্টি  তখন যখন গ্রীষ্মকালে সে প্রবল রূপে এসে নামে এই পৃথিবীতে তখন বৃষ্টির প্রবল বেগে বয়ে যায় প্রকৃতি পরিবেশের সম্পদের সাথে মানুষের উপার্জন করা সম্পদ তার সাথে মানুষের তৈরি করা ঘরবাড়ি,রাস্তাঘাঁট,অফিস আদালত,পাহাড় পর্বত প্রভৃতি।বৃষ্টি শুধু এই সব জিনিসই জলে ভেসে নিয়ে যায় না নিয়ে যায় মানুষের  জিবনের আত্মনির্ভরতাবোধ আত্মবল,আত্মবিশ্বাস,মানুষের জিবনের জমা পুঁজি সবি কিছু জলে বয়ে নিয়ে যায়।আর ছেড়ে দেয় হতাশা,মানুষের জিবনে অন্ধকারের নিরাশা আর ভেঙ্গে দেয় মানুষের দৈনন্দিন জিবনের মানসিক চিন্তাধারা আর এই বৃষ্টি মানুষের জিবনে  অভিশাপ  হয়ে দাড়ায়।


বৃষ্টি শুধু দুঃখের কারণ হয় তা নয় বৃষ্টি মানুষের জিবনে একটি সুখ,খুশি আর ভাগ্যের  কারণ ও হয়ে দাড়ায় তখন যখন শীতকালে শুখনো মাস আসে তখন আমাদের চারিপাশে  ঝাড় জঙ্গল সবুজ পাতা যারা সবুজ ভাবে আমাদের স্নেহ আনন্দ দিত  সেই সব  সুখে মাটিতে পড়ে যায়।আর যে মাটিতে আমাদের কৃষিকার্য চাষবাস হয় সেই খেতের মাটি ও সুখে যায়।আর কোনো কোনো  সময় কোনো স্থানে সুখা পড়ে যায় আর কেউ কেউ চাষি এই আশায় জীবন কাটায় যে বৃষ্টি আসবে  তাদের জিবনের সব সমস্যা দূর করে নিয়ে যাবে তখন মানুষের জিবনে বাঁচার আশা শুধু বৃষ্টি হয়ে দাড়ায়।তখন মানুষ  ভগবানের  কাছে প্রার্থনা করে ভগবান শুধু বৃষ্টি আসুক শুধু বৃষ্টি আসুক।


"আমাদের জিবনে এই বৃষ্টির যেমন দুটি রুপ আছে খারাপ আর ভালো।ঠিক  তেমনি সব কাজের,সব জিনিসেরই দুটি রূপ হয় খারাপ আর  ভালো।জীবনে বেঁচে থাকার পথে কখনো কখনো আমাদের জীবনে খারাপ কষ্টকর সময় ও আসে যা আমাদেরকে গভীর ভাবে ভেঙ্গে দেয় ও নিয়ে যায় গভীর নিরাশার অন্ধকারের জগতে সেই সময় নিজের মনোবলের সাথে আশা আর বিশ্বাসের আলো জ্বালিয়ে আমাদেরকে ধের্য্য় রেখে সেই ভালো সময়ের  প্রতীক্ষা করতে হবে তাহলেই আমরা জীবনের ভালো আর খারাপ দুই মুহূর্তের মধ্য দিয়ে জীবনের আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে সক্ষম ভাবে পৌঁছাইতে পারবো।”   

 

7 views0 comments

Recent Posts

See All
Post: Blog2 Post
bottom of page