বর্তমান দিনে আসল বন্দি কে
- manisha chhetri

- Aug 27, 2024
- 1 min read
পাখি বেচারা পিঞ্জারায় বন্দি আছে বলে নিজের নাম কাক পাখীর মতন না কাটলেও হবে।কেননা খোলা আকাশের পাখিকে পিঞ্জারায় বন্দি থাকাটা আমরা সহজেই দেখতে পেয়ে থাকি।আর নিজের নিজের বক্তব্য অনুযায়ী তার প্রতি সাহানুভুতির বেদনা প্রকাশ করে থাকি।কিন্তু আমরা মানুষ হলাম আসলে এই খোলা আকাশের নিচেও নিজের দেশের সরকারি ব্যবস্থা,অর্থলোভীদের ব্যবসায়িক পরিকল্পনা ব্যবস্থা,নিজের সমাজের সামাজিক ব্যবস্থা,নিজের জীবনের সংসারীক ব্যবস্থার সাথে নিজের আবেগপূর্ণ ভাবনায় এমন ভাবে বন্দি হয়ে আছি এই জিনিস বোঝার মানসিকতা বর্তমান দিনে আজ অব্দি আমাদের মধ্য থেকে স্বাধীন হতে পারে নি।তো কী ভাবে আমরা নিজেকে এই সব ব্যবস্থাগুলির মধ্যে বন্দি ভেবে নিজের আর নিজের পরিবার ও এই দেশের দেশবাসীদের জন্য স্বাধীনতার শ্লোগানের মাধ্যমে উচ্চস্বরে এগিয়ে আসবো আমাদের হারিয়ে যাওয়া সেই খোলা আকাশের স্বাধীন জীবন যাপনের জন্য।
“পাখি সোনার পিঞ্জারায় থাকুক বা ছোট ফন্দের বন্দি সে বন্দি বলেই চিহ্নিত হবে।আর মানুষ নিজের বড় বড় সুখ সুভিধার ব্যবস্থার মায়া জ্বালে বন্দি থাকুক বা তার জীবনের ছোট ছোট আবেগপূর্ণ ভাবনায় বা জীবনের ছোট,বড় দায়িত্বের কষ্টের ব্যবস্থা পূরণ করার মধ্যে প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিক এই সমাজে পরিকল্পিত ব্যবস্থাতে কোনো না কোনো কারণে বন্দি
হয়েই বেঁচে থাকে।”




Comments