বর্তমান বিশ্বের মানুষ
- manisha chhetri

- Aug 7, 2020
- 2 min read
Updated: Jul 18, 2024

বর্তমান বিশ্বের মানুষ এখন ভাবতে শুরু করেছে যে তাদের উপর নাকি একটা ভয়ংকর সংকট বিপদ আদি এর প্রকোপ শুরু হয়েগেছে।এই ভয়ংকর সংকট নাকি পৃথিবী প্রাকৃতিক বাতাবরনের প্রকোপ যা এক একটা রূপ নিয়ে মানবজাতির উপরে ঘনিয়ে পড়ছে আভিশাপের মত।এই নিষ্ঠুর অভিশাপটি কিসের আর এই পৃথিবীতে মানুষ জাতির বেচে থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছে সেই প্রশ্ন নিয়ে বুদ্ধিজিবি মানুষ এখন নানা উপকরণের সাহায্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর সমাধান খুঁজতে চলেছে।কিন্তু এই সংকটময় প্রশ্নের সমাধান বাস্তবে খোজার অধিকার কী মানব জাতির মধ্যে আছে।কারন এই সংকট গুলিত হঠাৎ একদিনে জন্ম গ্রহণ করেনি এই সংকট মানবজাতি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিককাল পর্যন্ত যে প্রাকৃতীর উপর মানুষের কুদ্র,হিংসাভনিয়-লোভনীয় স্বার্থপূরণের জন্য নানা অভিলাসা তারা বোপণ করেছিল তারই ফল হচ্ছে এই সঙ্কত।এই সংকট গুলোর প্রকোপ তো মানব জাতির উপর শুরু হওয়া দুদিন ও হয়নি আর এতেই মানুষ তাদের অস্তিত্ব নিয়ে ভাবতে শুরু করেছে।আর প্রাক্রিতির উপর যা হাজার হাজার বছর ধরে মানবজাতি অত্যাচার চালিয়ে প্রাক্রিতির আসল অস্তিত্ব নষ্ট করে দিল মানুষ তার অভিযোগ তো প্রকৃতি কোনো দিন করে নি আর এই অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার ভয় ও প্রকৃতি কোনো দিন ভেবেনি।এই সংকটময় সীমাকালেও প্রকৃতি ও প্রাক্রিতির আশীর্বাদে থাকা এক একটা জীব তাদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ভয়ের দিকে না ভেবে নানা ক্রিয়াকলাপ গুলো বাদলে এই মানব সভ্যতার ইতিহাসে তাদের অস্তিত্ব বাঁচানোর নানা পদ্ধতি গুলি বের করে তারা এই বিশ্বজগৎ এ অভিযোজন করে সুখি ভাবে বেচে আছে যুগ যুগ ধরে।আর এই বর্তমান বিশ্বেও মানুষকে সেই পদ্ধতি গুলি খুঁজতে হবে তার অস্তিত্বের বিলুপ্তি করণের সমাধানের জন্য যে পদ্ধতি প্রকৃতি ও তার জীব খোজে ছিল কয়েক বছর আগে।শুধু মাত্র সেই পদ্ধতি গুলি মানবজাতির অস্তিত্ব বিলুপ্ত হওয়া থেকে বাচাতে পারে আর কোনো জিনিশই না।সেই পদ্ধতি গুলি শুধু খুঁজলেই পাওয়া যাবে না।মেনে চলে বাঁচতে হবে মানব জাতিকে যেমন প্রকৃতি নিওঃস্বার্থে সব জিবজগৎকে তার স্নেহ বিতরন করে থাকে সব জীবের জন্য ঠিক তেমনি মানুষকে ও এই বিশ্বে থাকা সব জিবিত জীবের সম্মান করে তাদের অস্তিত্ব রক্ষা করে নতুন ভাবে জিবনের সারণী নতুন ভাবে শুরু করতে হবে।
"এই বিশ্বে মানুষজাতি শুধু নিজের অস্তিতেরই রক্ষাকর্তা না এই প্রকৃতি মায়েরও রক্ষাকর্তা হয়ে বেচে থাকে এই বিশ্বে চিরন্তকালের চিরঞ্জিবি হয়ে। যাতে ভবিষ্যতে কোনো সংকট এই প্রশ্ন না তুলে যদি কেউ তুলেও থাকে তাহলে সমাধানের উত্তরে সে শুধু একটা জিনিসই পাবে এই বিশ্বে শুধু মানব জাতিরই অস্তিত্ব আছে সেটা না তার সঙ্গে প্রকৃতির এক একটা জিবের ও অস্তিত্বের অধিকার আছে এই মানব-প্রাক্রিতির নতুন বিশ্বে।"



Comments