top of page
Search

তারিখ 24

December মাসের 24 তারিখকে বিশ্ববাসী বড়দিন আসার আগের শুভ দিন হিসেবে Celebrate করে থাকে খুব আনন্দের সাথে।এই দিনের পর আমাদের  বিশ্বে মানব অবতারের রূপে যিশুখ্রিস্ট জন্ম গ্রহণ করবেন বলে উনার ভক্তরা আনন্দের সাথে প্রার্থনা করে প্রতীক্ষায় বসে ছিলেন।যিশুখ্রিস্টের জন্ম গ্রহণের পর  উনার আদর্শকে অনুসরণ করে মানব সম্প্রদায় উন্নতির পথ ধরে বর্তমান প্রজন্মের সাথে ভবিষ্যৎ প্রজন্ম অব্দি উনার আদর্শ শিক্ষার সাথে প্রেম,সত্ত্বতা,অহিংসার বন্ধনে জীবন অতিক্রম করার শিক্ষা পেলো।এর জন্য এই দিন বিশ্ববাসী খুব আনন্দের সাথে Celebrate করে থাকে।


বিশ্ববাসীর কাছে থেকেও আমার জন্য December মাসের 24 তারিখ আরও বেশি সৌভাগ্যজনক আনন্দের সাথে বড়দিন আসার আগের শুভ দিনের সঙ্গে আরেকটা আনন্দ Celebrate করার আসল বিষয় হচ্ছে, আমার সাহিত্য  যাত্রার 100 টি  কাহিনীগুলীর সম্পূর্ণ ভাবে লিখিত হয়েছে আজকে 2025 সালের  December মাস 24 তারিখে সফল ভাবে সম্পূর্ণ  করতে পেরে।   


“আমার আশা আছে যে, December মাসের 24 তারিখ এর দিন বিশ্ববাসীর সাথে আমার জন্য যেভাবে সৌভাগ্যজনক আনন্দ Celebrate করার বড় দিন। সেভাবেই বিশ্বের প্রত্যেকটি কোনার মানুষের জন্য এই দিন আরও বেশি আনন্দের বড় দিন হিসেবে Celebrate করার দিন হয়ে উঠুক বলে।“  

       “Wish You All Merry Christmas And Happy New Year”

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page