স্বার্থপরের চেন
- manisha chhetri

- Dec 23, 2025
- 1 min read

মানুষ নিজের পোষা কুকুরটিকে তিন বেলা খাবারের অজুহাত দেখিয়ে লোহার চেন দিয়ে তার বাড়ির গণ্ডির সিমানার মধ্যে রাখে, এবং কুকুরকে বাড়ির দেখাশোনার পর তারা কুকুরের কাছে থেকে তার স্বাধীনতা কেঁড়ে নেয়।নিজের স্বার্থ পূরণ করার জন্য।
মানুষ তার স্বার্থপর চিন্তাধারা পূরণ করার জন্য একটি প্রকৃতিক পরিবেশের আবহাওয়ার মধ্যে জীবন অতিক্রম করে থাকা উদ্ভিদ অব্দি বাড়ির ভেতরে নিয়ে আসে নিজের বাড়ির পরিবেশের মধ্যে স্বচ্ছ আবহাওয়া বিতরণ করবে বলে,আর সেই উদ্ভিদের কাছে থেকে তার স্বাধীনতা হরণ করে নেয়,নিজের স্বার্থ পূরণ করার জন্য।
মানুষ নিজের স্বার্থপর চিন্তাধারা পূরণ করার জন্য নিজের স্বার্থপর চেন দিয়ে প্রত্যেকটি জিনিসকে বন্দি করে রাখতে পারে নিজের বাড়ির মধ্যে।কারণ তারা তাঁদের এত বছর ধরে বন্দি চিন্তাধারার আদর্শের মধ্যে নিজের জীবনের স্বাধীনতা হারিয়ে বেঁচে আছে।একি ধরণের সিমারেখার মধ্যে এক বেলা নিজের বাড়ির গণ্ডির মধ্যে থাকে আর আরেকবেলা চার দেওয়ালের মধ্যে ঘেরা চাকরির গণ্ডির মধ্যে থেকে নিজের জীবন অতিক্রম করে যন্ত্রমানুষের মতন হয়ে।
এই দুই বেলার সময় দায়িত্বশীলভাবে কাটানোর চেষ্টা করতে করতে কখন বন্দি গৃহের চেনের সাথে বেঁধে যায় একজন সাধারণ মানুষের জীবন সেই জিনিস বুঝে উঠতে অব্দি পারে না সেই মানুষ।আর নিজের জীবন স্বাধীনতা বিহীন ভাবে কাটতে হবে এই অভ্যাস নিজের জীবনের সাথে জড়িত করে নেই আর এই অভ্যাসের জ্বালায় তারা অন্য প্রাণীদের জীবনের স্বাধীনতা কেড়ে নিজের বাড়ির মধ্যে স্বার্থপর চিন্তাভাবনার চেন দিয়ে বন্দি করে রাখে।
"মানুষ যখন অন্যের জীবনের স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে,তাঁদের জীবন নিজস্ব স্বার্থপর চিন্তাভাবনার চেন থেকে নির্দোষ জিবদের স্বাধীন করতে এবং তাদের জীবন প্রকৃতি পরিবেশের মধ্যে বাঁচতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।হয়তো তবেই মানুষ নিজের বাড়ি আর চাকরির স্বার্থপর চিন্তাধারার চেন থেকে সম্পূর্ণ রূপে স্বাধীন হয়ে যাবে।আর এইটাই একমাত্র উপায় যার মাধ্যমে মানুষ নিজের স্বার্থপর চিন্তাধারার চেন ভেঙে স্বাভাবিকভাবে স্বাধীন হয়ে বাঁচতে পারবে।"



Comments