top of page
Search

Manners

ree

বিশ্ববাজারের সুভিধার ফলে এই পৃথিবীর যে কোনো সামান  সামাগ্রিগুলি  আপনি আপনার  বাড়িতে বসে সেই জিনিসের সুভিধা সহজেই উপভোগ করতে পারেন। আপনার বাড়ি যেকোনো  দেশের যেকোনো কোনার মধ্যে অবস্থিত থাকুক।বিশ্ববাজারের সুভিধার ফলে  আপনি আপনার  চাহিদার প্রয়োজনীয় এক একটি উপকরণের ব্যবহারের ফলে নিজের পরিচয়  আর নিজের বাড়ির পরিচয় সুন্দর রূপে সুসজ্জিত করতে পারেন।

কিন্তু একটি ব্যক্তিত্ব সম্পন্ন দায়িত্বশীল মানুষ রূপে নিজের পরিচয় এই সমাজে রাখাকালীন আপনাকে এই বিশ্ববাজারের এক একটি উপকরণ সম্পদের তুলনার বেশি আপনাকে আপনার বাড়ির পরিবারের পক্ষ থেকে পাওয়া আদর্শ শিক্ষা সংস্কার আর শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে পাওয়া আদর্শ শিক্ষা সংস্কারের দরকার হয়।আর এই আদর্শ  সংস্কারগুলি আপনাকে আর আপনার জীবনকে সম্পূর্ণরূপে Manners প্রদান করবে আর এই সম্পূর্ণরূপে পূর্ণ হওয়া Manners এর ফলে আপনি সমাজে একজন ব্যক্তিত্ব সম্পন্ন দায়িত্বশীল মানুষ রূপে পরিচিত হবেন।আপনার এই পরিচয়কে সুসজ্জিত রূপে উজ্জ্বল ভাবে প্রকাশ করতে সহযোগিতা করে থাকে আপনার পরিবারের সদস্যদের সংস্কার আর শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে পাওয়া আদর্শ শিক্ষা সংস্কার।

 বিশ্ববাজারের বাজার ব্যবস্থা যতই বেশি উন্নত হয়ে যাউক না কেন আপনাকে আপনার পরিবারের সদস্যের পক্ষ থেকে পাওয়া পরিবারবারিক সংস্কার,আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষক সদস্যদের শিক্ষা সংস্কার এই দুইটি জিনিস দেওয়ার জন্য সব সময় অসম্ভব হয়ে থাকবে।তাই আপনি যখন আপনার বাড়ির মধ্যে বসে থাকেন তখন আপনার পরিবারের সদস্যদের  মধ্য থেকে পাওয়া এক একটি পরিবারিক  সংস্কার আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলির শিক্ষকদের কাছে থেকে পাওয়া শিক্ষা সংস্কারকে মর্যাদাপূর্ণ ভাবে নিজের পরিচয়ের সাথে Manners রূপে যুক্ত করে চলুন।এই সমাজে Manners হল একটি ব্যক্তির পরিচয় উজ্জ্বল ভাবে প্রকাশিত করার সেই উপকরণ, যা টাঁকা দিয়ে উন্নত থেকেও উন্নত বিশ্ববাজারের বাজার,দোকানগুলিতে পাওয়া যায় না।    

“Manners কোনো গাছের মধ্যে পাওয়া পাতা,ফলফুল,নয় আর বিশ্বের কোনো বাজারের দোকান বা দোকানদারদের কাছে টাঁকা দিয়ে পাওয়া সম্পদ নয়,যে আপনি ইচ্ছা করলেন আর নিজের পরিচয়ের সাথে যুক্ত করে নিলেন। Manners হল ওই পরিচয় যা একটি মানুষের মধ্যে শৈশবকাল থেকে পরিবারের সদস্যদের কাছে থেকে পাওয়া এক একটি সভ্য আদর্শ সংস্কার আর জীবনের এক একটি শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক শিক্ষিকাগণদের  পক্ষ  থেকে পাওয়া   শিক্ষা সংস্কারের আদর্শ যা একটি মানুষের পরিচয়ের ছাপের মধ্যে আজীবনকাল অব্দি বেঁচে থাকে ওই মানুষের চরিত্রের Manners এর রূপে।”    

 

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page