Perfection
- manisha chhetri

- Dec 22, 2025
- 1 min read

এক সময়ের খাবারের যদি অল্প লবণ কম হয়ে থাকে তাহলে এত ধরণের রান্নার সবজি মসালাগুলি এত সময় পরিশ্রম করে তৈরি করা হয় সেই সমস্ত জিনিস অল্প লবণের কারণে বরবাদ হয়ে যায়। নিজের পরিষ্কার পোশাক আসক পরিষ্কার থাকা সত্ত্বেও যদি তার মধ্যে একটি ছোট দাগ লেগে যায় তাহলে যত দামেরই কাপড় জুতো যত ধরণের ডিজাইন দিয়ে তৈরি কেন না হয়ে থাকে সেই সব জিনিস একটি ছোট দাগের কারণে বরবাদ হয়ে যায়।
নিজের বাড়ির সাজসজ্জা করার সময় মানুষ কত টাঁকা খরচা করে এক একটি সামান জুটিয়ে নিয়ে থাকে,যদি কোনো কারণে তার মধ্যে ধুলো লেগে যায় তাহলে সেই সামানের সাথে সেই বাড়ির মূল্য সেই সময় ধুলিসাদ হয়ে বরবাদ হয়ে যায়।
নিজের চরিত্রকে সাজিয়ে তোলার জন্য মানুষ আজীবন এক এক সভ্য অভ্যাসের উপর নির্ভরশীল হয়ে নিজের চরিত্র রক্ষার মোহতাজ থাকে। আর যদি কোনো কারণে সেই ব্যক্তির পক্ষ থেকে একটি ছোট ভুলও হয়ে থাকে তাহলে সেই ভুল তার চরিত্রকে বরবাদ করে দেয়।
“নিজের জীবনের এক একটি Perfection গুলিকে রক্ষা করতে করতেই চলে যায় জীবন।আর আমাদের জীবনের কয়েকটি ত্রুটিগুলি ছোট ছোট আকারের রূপে আমাদের এত বছর ধরে পরিশ্রম করে থাকা Perfection কে বরবাদ করার জন্য সব সময় প্রস্তুত থাকে।তার জন্য মানুষকে নিজের জীবনের দায়িত্বভার গ্রহণকারী হয়েই বেঁচে থাকতে হয় কেননা আমাদের জীবনের এক একটি ভালো Perfection কে বোঝার জন্য ভগবান আমাদের যেভাবে বুদ্ধি দিয়েছেন, সেই Perfection কে বুঝেই শুধু হবে না তাকে সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যের কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত ও করতে হবে নিজেকে।ভগবান আমাদেরকে এই পৃথিবীর মধ্যে জন্ম দিয়েছেন নিজের জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব বোঝার যোগ্যকারী আশীর্বাদ দিয়ে যে, আমাদের জীবনে কোনটি ভালো Perfection আর কোনটি খারাপ Perfection কে আমরা নিজের জীবনের জন্য বেঁছে নিবো বলে ।”



Comments